মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মার্কিন প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা ভারতীয় বংশোদ্ভূত রামাস্বামীর


প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:০৪

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৮:০৫

 ফাইল ছবি

২০২৪ সালের প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামী। নিক্কি হালের পর রিপাবলিকান পার্টির দ্বিতীয় সদস্য হিসেবে রামাস্বামী নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘যোগ্যদের ফিরিয়ে আনা’ এবং চীনের ওপর নির্ভরতা কমাতে কাজ করবেন তিনি। ৩৭ বছর বয়সী রামাস্বামীর বাবা-মা ভারতের কেরালা থেকে যুক্তরাষ্ট্রে যান। তারা ওহাইওর জেনারেল ইলেকট্রিকে কাজ করেছেন।

ফক্স নিউজের টাকার কার্লসনের প্রাইম টাইম শোতে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। রামাস্বামী দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক যিনি রিপাবলিকানের হয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

এর আগে এ মাসের শুরুতে দক্ষিণ ক্যারোলিনার দুইবারের গভর্নর এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূতের দায়িত্ব পালন করা নিক্কি হালে প্রেসিডেন্ট পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, রিপাবলিকানদের নমিনেশন পেতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াই করবেন তিনি।

দ্বিতীয় প্রজন্মের ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক রামাস্বামী ২০১৪ সালে রোভান্ট সাইন্স প্রতিষ্ঠা করেন। এছাড়া ২০১৫ এবং ২০১৬ সালে বৃহৎ বায়োটেক আইপিওর নেতৃত্ব দেন। যেটি পরবর্তীতে এফডিএ অনুমোদিত একের অধিক রোগের সফল ক্লিনিক্যাল ট্রায়াল চালায়।

রামাস্বামী পরবর্তীতে আরও সফল হেলথ কেয়ার এবং প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top