কাশ্মিরে জি২০ বৈঠক আয়োজন ভারতের, ক্ষুব্ধ পাকিস্তান
প্রকাশিত:
১২ এপ্রিল ২০২৩ ০২:০১
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১৬:২৯

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর ঐক্যমঞ্চ জি২০ জোটের পরবর্তী সম্মেলনের আয়োজক দেশ ভারত সেই সম্মেলনের কয়েকটি বৈঠক কাশ্মিরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান।
মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের এই পরিকল্পনাকে ‘দায়িত্বহীন’ উল্লেখ করে জানিয়েছে, ভারত তার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে প্রয়োজনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নালিশ জানাবে পাকিস্তান।
আগামী মে মাসের শেষ দিকে ভারতে জি ২০ জোটের সম্মেলন হবে। সম্মেলনের বিভিন্ন বৈঠকের সূচি মঙ্গলবার প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সূচি অনুযায়ী, আগামী ২২ মে থেকে ২৪ মে জম্মু ও কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে হবে জি২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক। এছাড়া জি ২০ যুব সম্মেলনের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে জম্মু-কাশ্মির প্রদেশের লাদাখ অঞ্চলের সবচেয়ে বড় শহর লেহ-কে।
ভারত এই সূচি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই বিবৃতি দিয়ে ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান। সেখানে বলা হয়, ‘জম্মু ও কাশ্মিরে নিজেদের দখলদারিত্ব আরও জোরদার করতে এই দায়িত্বহীন সিদ্ধান্ত নিয়েছে ভারত। আমরা প্রবলভাবে ভারতের সরকারের এ সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি।’
বিবৃতিতে জি২০ সদস্যরাষ্ট্রগুলোর উদ্দেশে আরও বলা হয়, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজল্যুশন অনুযায়ী, বিতর্কিত কোনো অঞ্চলে কোনো একক দেশের আন্তর্জাতিক কোনো সম্মেলন আয়োজনের এক্তিয়ার নেই। আমরা জি ২০ জোটের সদস্যরাষ্ট্রগুলোকে শ্রীনগর ও লেহ শহরের বৈঠক থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আমরা বলছি, যদি সত্যিই ভারত এ দুই শহরে সম্মেলনের আয়োজন করে, সেক্ষেত্রে আমরা জাতিসংঘে নালিশ জানাব।’
এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
আপনার মূল্যবান মতামত দিন: