মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মদিনায় মহানবী (সা.)’র সমাধির চারপাশে পিতলের বেড়ার সুরক্ষা


প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২৩ ০১:৫৮

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১৬:৩১

উৎসাহী দর্শনার্থীদের থেকে সুরক্ষা নিশ্চিত করতে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (সা.)’র সমাধির চারপাশে পিতলের বেড়া দেওয়া হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএ’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ।

ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় পবিত্র স্থান মসজিদে নববির আল রাওদা আল শরিফা চত্বরে অবস্থিত হযরত মুহম্মদ (সা.)’র সমাধি। এতদিন সমাধির চারপাশ ঘিরে ছিল কাঠের বেড়া। সেই বেড়া অবসারণ করে নতুন এই পিতলের বেড়া দেওয়া হলো।

মসজিদে নববির রক্ষণাবেক্ষণ বিষয়ক সরকারি প্রশাসনিক ইউনিটের (জেনারেল প্রেসিডেন্সি) অপারেশনাল অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের প্রধান আবদুল্লাহ বিন দুখাইল এ প্রসঙ্গে এসপিএকে বলেন, ‘মসজিদে নববির স্থাপত্যের সঙ্গে সঙ্গতি রেখেই কাঠের বেড়ার পরিবর্তে এই পিতলের বেড়া দেওয়া হয়েছে।’

পিতলের তৈরি নতুন এই বেড়াটির নকশায় মসজিদে নববি, রাওদা আল শরিফা এবং মসজিদে নববির যেসব কক্ষে কুরআনের লিখিত বিভিন্ন প্রাচীন অনুলিপি সংরক্ষিত আছে, সেসবের প্রভাব রয়েছে বলেও এসপিএকে জানিয়েছেন এই কর্মকর্তা। আবদুল্লাহ বিন দুখাইল।

বিশুদ্ধ পিতলের তৈরি এই বেড়াটির মোট দৈর্ঘ ২৮৫ দশমিক ৪৩ ফুট (৮৭ মিটার)। তিনদিক থেকে এটি মহানবী (সা.)’র সমাধি ঘিরে রেখেছে।

‘এটি খুবই মজবুত এবং ভূমিতে দৃঢ়ভাবে গাঁথা। সেই সঙ্গে জনতার ভিড় থেকে মহানবী (সা.)’র সমাধিকে যথাযথ সুরক্ষা দেওয়ার জন্য পুরোপুরি উপযোগী।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top