বিদেশিদের প্রতি ‘অবন্ধুসুলভ’ শহরের তালিকায় নয়াদিল্লি-মুম্বাই
প্রকাশিত:
১৪ জুন ২০২৩ ০০:৪১
আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০৪:০০

বিদেশিদের জন্য ‘অবন্ধুসুলভ’ শহরের বৈশ্বিক তালিকা স্থান পাওয়া শীর্ষ দশটি শহরের মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের নাম এসেছে। অনলাইনে শিক্ষা ও ভাষাশিক্ষা পরিষেবা প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা প্রেপলির সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এই তথ্য।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে পর্যটকদের দ্বিতীয় বা পরবর্তীবারের ভ্রমণের ইচ্ছা, তাদের নিরাপত্তা, সমকামী লোকজনের প্রতি দৃষ্টিভঙ্গি, শহর সম্পর্কিত সার্বিক সুখের অনুভূতি, সাধারণ ভাষা ব্যবহারের মাধ্যমে যোগাযোগ এবং বিভিন্ন পণ্য বিক্রয় ও পরিষেবা সংস্থার আচরণ ৬টি সূচকের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের মোট ৫৩ টি বড় শহরের শহরের ওপর সম্প্রতি জরিপ চালিয়েছে প্রিপলি। বেড়াতে বা বিশেষ প্রয়োজনে যাওয়া বিদেশিদের প্রতি এসব শহরের বাসিন্দাদের আচরণ কেমন তা এই ছয় সূচকের ওপর ভিত্তি করে নির্ধারণ করাই ছিল জরিপের উদ্দেশ্য।
জরিপে সর্বোচ্চ পয়েন্ট ছিল ১০। তাতে সর্বনিম্ন ৩ দশমিক ১২ পয়েন্ট পেয়ে বিদেশিদের প্রতি ‘অবন্ধুসুলভ’ শহরের তালিকায় শীর্ষস্থান নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার রাজধানী আক্রা এবং ৩ দশমিক ৬৯ পয়েন্ট পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব আফ্রিকার দেশ মরক্কোর অর্থনৈতিক রাজধানী হিসেবে পরিচিত মারাকেশ।
তারপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তালিকায় রয়েছে যথাক্রমে মুম্বাই, কুয়ালালামপুর, রিও ডি জেনেরিও এবং নয়াদিল্লি।
ভারতের গুরুত্বপূর্ণ এই শহর দু’টি সম্পর্কে প্রিপলির জরিপে আরও বলা হয়, মুম্বাইয়ের বাসিন্দাদের মধ্যে মাত্র ১২ শতাংশ এবং দিল্লির বাসিন্দাদের মধ্যে ১৭ শতাংশ শহরে আগত বিদেশি পর্যটকদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করেন। নয়াদিল্লি-মুম্বাইয়ের পণ্য বিক্রি ও পরিষেবা সংস্থার কর্মীদের মধ্যে বিদেশি পর্যটকদের প্রতি উদারতার হার আরও কম। মুম্বাইয়ে এই হার ৩ দশমিক ৯১ শতাংশ এবং দিল্লিতে ৩ দশমিক ২৭ শতাংশ।
অন্যদিকে, প্রেপলির জরিপে বিদেশি পর্যটকদের প্রতি বন্ধুত্বসুলভ আচরণে যৌথভাবে শীর্ষে আছে কানাডার টরন্টো এবং অস্ট্রেলিয়ার সিডনি শহর। জরিপে ১০ পয়েন্টের মধ্যে ৭ দশমিক ৯৭ পয়েন্ট পেয়েছে উভয় শহর। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ডের যুক্তরাজ্যের দুই শহর এডিনবরা ও ম্যাঞ্চেস্টর। এই দু’টি শহরের প্রাপ্ত পয়েন্ট যথাক্রমে ৭ দশমিক ৭৮ এবং ৭ দশমিক ৭২।
আপনার মূল্যবান মতামত দিন: