বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


গুজরাটের আরও কাছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’


প্রকাশিত:
১৫ জুন ২০২৩ ২১:১৩

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০৩:৫৮

 ফাইল ছবি

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বিপর্যয় ভারতের গুজরাট উপকূলের আরও কাছাকাছি চলে এসেছে। তবে উপকূলের দিকে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ঝড়টি কিছুটা শক্তি হারিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

আবহাওয়া দপ্তর সর্বশেষ তথ্যের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিপর্যয় ‘অতিপ্রবল’ থেকে ‘প্রবল’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে এটি গুজরাট উপকূল থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল ৫টা থেকেই গুজরাটে ঝড়ের মূল প্রভাব শুরু হবে। অবশ্য ঝড়ের কারণে ইতোমধ্যে উপকূলীয় এলাকাগুলোতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।

ঘূর্ণিঝড়টি মূলত আঘাত হানবে গুজরাটের কুচ এবং সৌরাষ্ট্রে। এটি কাছাকাছি চলে আসায় কুচে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে তখন এটির বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার। এছাড়া উপকূলে আঘাত হানার সঙ্গে সঙ্গেই এটি পুরোপুরি দুর্বল হয়ে যাবে।

তবে ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিলেও যেহেতু বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটারের বেশি থাকবে, সেক্ষেত্রে ঝুঁকি থেকে যাবে বলে জানিয়েছেন গান্ধীনগরের রিলিফ কমিশনার অলোক পান্ডে।

ভারতের মতো পাকিস্তানের আবহাওয়া দপ্তরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টি কিছু শক্তি হারিয়েছে। তবে এটি একেবারে দুর্বল হয়ে যায়নি। ফলে ঘূর্ণিঝড়টির আঘাতে বাড়িঘর উড়ে যাওয়া বা গাছপালা উপড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী শেরি রহমান এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির গতি বর্তমানে কিছুটা ধীর হয়ে গেছে। ফলে সন্ধ্যার বদলে এখন এটি রাতের বেলা আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঝড়টি এখনো পর্যাপ্ত শক্তি ধরে রেখেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top