বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


সৈকতে ভেসে আসা দৈত্যাকার বস্তুটি কী


প্রকাশিত:
১৮ জুলাই ২০২৩ ১৮:১২

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০৮:৪২

 ফাইল ছবি

বিভিন্ন সময়ে সমুদ্র সৈকতে নানা কিছু ভেসে আসতে দেখা গেছে। কিন্তু সিলিন্ডারের মতো দেখতে দৈত্যাকার ধাতব বস্তুটি কী? এরকম বস্তু সম্ভবত আগে কখনো দেখা যায়নি।

পশ্চিম অস্ট্রেলিয়ার এক সৈকতে ভেসে এসেছে বস্তুটি, যা নিয়ে রীতিমতো হুলুস্থুল পড়ে গেছে। ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ।

জানা গেছে, পশ্চিম অস্ট্রেলিয়ার জুরিয়েন সাগরে গ্রিন হেড সৈকতের কাছে গত রোববার ভেসে এসেছিল বিশালাকার ধাতব সিলিন্ডারের মতো বস্তুটি।

একঝলকে দেখে মনে হবে, পানির ট্যাঙ্কার। উপরের দিকটি গম্বুজের মতো এবং নিচের অংশটা এবড়োখেবড়ো। পিতলের মতো রঙের প্রায় আড়াই মিটার চওড়া বস্তুটি পানির মধ্যেও চকচক করছিল।

বস্তুটি সৈকতে ভেসে আসার খবর পাওয়ার পর সেটি দেখতে স্থানীয় বাসিন্দাদের ভিড় লেগে যায়। যদিও বস্তুটি আসলে কি তা কেউ স্পষ্ট করে বলতে পারেননি। বস্তুটি ঘিরে আতঙ্কও ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

অনেকের মতে, রহস্যজনক বস্তুটি কোনো রকেটের জ্বালানি ট্যাংক। আবার কারো মতে, কোনো বিদেশি মহাকাশযান থেকে সিলিন্ডারটি পড়েছে। আবার ২০১৮ সালে পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে নিখোঁজ হয়ে যাওয়া কুয়ালালামপুরের বিমান এমএইচ-৩৭০ -এর সিলিন্ডার এই বস্তুটি বলেও জল্পনা ওঠে।

যদিও অস্ট্রেলিয়ার পুলিশ সেই জল্পনা উড়িয়ে দিয়েছে। পুলিশ ও দমকল বাহিনী ওই বস্তুটি উদ্ধার করে সেটির রহস্য উন্মোচন করেছে। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে অস্ট্রেলিয়া পুলিশ সোমবার রাতে বিবৃতি দিয়ে জানিয়েছে, বস্তুটি থেকে কোনো বিষক্রিয়া ছড়ায়নি এবং আতঙ্কের কোনো কারণ নেই। বস্তুটি আসলে কী, কোত্থেকে এসেছে সে ব্যাপারে জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top