ভারতে সেতুর ওপর বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ১৫ জনের
প্রকাশিত:
১৯ জুলাই ২০২৩ ২০:১৯
আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০৮:৩৯

ভারতের উত্তরখণ্ডের একটি সেতুর ওপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য, তিনজন নিরাপত্তারক্ষী রয়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, বিদ্যুতের একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণ হয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
যে সেতুতে ১৫ জন প্রাণ হারিয়েছেন সেটি উত্তরখণ্ডের চামোলি বিভাগের অলকনন্দ নদীর ওপর অবস্থিত। সেতুটি নমামি গেং প্রজেক্টের অংশ ছিল।
রাজ্য পুলিশের ডিজি অশোক কুমার বলেছেন, ’১৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। যার মধ্যে পুলিশের একজন উপ-পরিদর্শক এবং তিনজন নিরাপত্তারক্ষী ছিলেন। এ দুর্ঘটনার কারণ উৎঘাটনে তদন্ত শুরু হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: