মুম্বাইয়ে দেহব্যবসার চক্র ফাঁস, বাংলাদেশি নারী উদ্ধার
প্রকাশিত:
২৭ জুলাই ২০২৩ ০১:২৭
আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ১৩:৫৫

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে দেহ ব্যবসার সাথে জড়িত একটি চক্রের পর্দা ফাঁস করেছে পুলিশ। রাজ্যের রাজধানী মুম্বাইয়ে অভিযান চালিয়ে অন্তত সাত নারীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি এক নারীও রয়েছেন। এছাড়া চক্রটির সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মুম্বাই পুলিশ পতিতাবৃত্তির একটি চক্রের পর্দা ফাঁস করেছে। মুম্বাইয়ের গ্র্যান্ট রোড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার ও সাত নারীকে উদ্ধার করেছে।
মুম্বাই পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি এক নারীও রয়েছেন। ওই নারীকে দেড় লাখ রুপিতে চক্রটির কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। গ্র্যান্ট রোড এলাকার একটি ভবনের কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছিল তাকে। চক্রটির সদস্যরা বাংলাদেশি এই নারীকে দেহ ব্যবসায় বাধ্য করেছিল।
মঙ্গলবার মুম্বাই পুলিশের অপরাধ শাখা গ্র্যান্ট রোড এলাকার ভিপি রোডে অবস্থিত দুটি ভবনে অভিযান চালিয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
উদ্ধারকৃত নারীরা পুলিশকে বলেছেন, তাদের পতিতাবৃত্তিতে বাধ্য করেছিল সেখানকার এক ব্যক্তি ও তার সহযোগীরা। যারা খদ্দেরদের দেওয়া অর্থ তাদের কাছ থেকে ছিনিয়ে নিতেন।
পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে একজন ম্যানেজার এবং অন্য দুজন দালাল। ভারতীয় দণ্ডবিধি এবং অনৈতিক পাচার প্রতিরোধ আইনের আওতায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: