বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


আশুরা : ইমাম হোসেন (র.)’র প্রতি মোদির শ্রদ্ধা


প্রকাশিত:
২৯ জুলাই ২০২৩ ২০:৪০

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ১৩:৫৮

 ফাইল ছবি

ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দিন আশুরা উপলক্ষে এ ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (স.)’র দৌহিত্র ইমাম হোসেন (র.)কে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার এক টুইটবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘আজ আমরা হযরত ইমাম হোসেন (র.)কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তার সৎসাহস, ন্যায়বিচার ও মানুষের প্রতি মর্যাদাপূর্ণ মনোভাব সবসময় উল্লেখযোগ্য।’

আজ শনিবার আরবি চান্দ্র বর্ষপঞ্জির প্রথম মাস মোহররমের ১০ তারিখ। ইসলামের খিলাফত নিয়ে দ্বন্দ্ব ও তার ফলে যুদ্ধের জেরে আজ থেকে ১ হাজার ৪০০ বছর আগে এই দিনে ইরাকের কারবালার প্রান্তরে এজিদ ইবনে মুয়াবিয়ার বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন হযরত ইমাম হোসেন (র.)।

ইমাম হোসেন (র.) ছিলেন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (র.) এবং হযরত মুহম্মদ (স.)’র কন্যা হযরত ফাতিমা (র.) কনিষ্ঠ পুত্র। তার বড়ভাই ইমাম হাসান (র.) কারবালা যুদ্ধের অনেক আগেই শহীদ হয়েছিলেন। বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল তাকে।

সাধারণভাবে মহররমের ১০ তারিখ আশুরা নামে পরিচিত। বিশ্বজুড়ে মুসলিমরা দিনটি খুবই ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেন। সুন্নি মুসলিমরা এই দিন মসজিদে বিশেষ মোনাজাত করেন, অনেকে রোজাও রাখেন।

তবে সুন্নিদের চেয়েও গুরুত্ব দিয়ে আশুরা পালন করেন শিয়া মুসলিমরা। এইদিন প্রার্থনার পাশাপাশি তাজিয়া নামে বিশেষ মিছিলও বের করেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top