অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৪
প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৩ ০৯:৫৭
আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ০৪:৫১

অস্ট্রেলিয়ায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছে। দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যে স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, একটি গ্রামে উড়োজাহজটি বিধ্বস্ত হয়। এতে এক পাইলট ও তিন শিশু ছিল। তাদের সবাই মারা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ক্যানবেরা থেকে দ্য সিরাস এসাআর-২২ বিমানটি উড্ডয়ন করে। এরপর দেশটির স্থানীয় সময় তিনটার দিকে সিডনি থেকে ২৯০ কিলোমিটার দূরে কুয়েনবিয়ান শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
এ দুর্ঘটনার খবর নিশ্চিত করে অস্ট্রেলিয়ার ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা সবাই নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, খবর পেয়েই দুর্ঘটনাস্থলে জরুরি পরিষেবা কর্মীরা পৌঁছান এবং তারা আগুন নিয়ন্ত্রণ করেন। তবে বিমানটিতে থাকা কেউ বেঁচে ছিল না। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: