শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


দীর্ঘ ১২ বছর পর দামেস্কে কাজ শুরু করল তুরস্কের দূতাবাস


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৪ ১২:৪৮

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২১:৫৮

ফাইল ছবি

দীর্ঘ ১২ বছর পর সিরিয়ার রাজধানী দামেস্কে আবারও কার্যক্রম শুরু করেছে তুরস্কের দূতাবাস। শনিবার (১৪ ডিসেম্বর) দামেস্কে অবস্থিত এই দূতাবাসে তুর্কি পতাকাও উত্তোলন করা হয়েছে।

এর আগে ২০১২ সালে তুরস্কের এই দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারপ্রাপ্ত চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসাবে মৌরিতানিয়ায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত বুরহান কোরোগলুকে নিয়োগ দেওয়ার পর দামেস্কের তুর্কি দূতাবাস আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আনুষ্ঠানিকভাবে কোরোগলুকে নতুন পদে দায়িত্ব দেন।

আনাদোলু বলছে, দামেস্ক শহরের রাওদা স্কোয়ারের কাছে এমন একটি এলাকায় এই দূতাবাস রয়েছে যেখানে অন্যান্য অনেক দেশের কূটনৈতিক মিশনও অবস্থিত। ২০১১ সালে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর আসাদ সরকারের সহিংস দমন-পীড়নের পরে তুর্কি দূতাবাস কিছু সময়ের জন্য তাদের পরিষেবা প্রদান অব্যাহত রেখেছিল।

তবে ২০১২ সালের ২৬ মার্চ থেকে এই দূতাবাসটি তাদের দৈনন্দিন কার্যক্রম স্থগিত করে। এই সিদ্ধান্তের পর দূতাবাসের কর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা তুরস্কে ফিরে গিয়েছিল।

এদিকে এই মাসের শুরুতে বাশার আসাদ সরকারের পতনের পর থেকে ইস্তাম্বুলে অবস্থিত সিরিয়ার কনস্যুলেট জেনারেল নিরবচ্ছিন্নভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, “আমাদের ভালোবাসার পতাকা উত্থাপনের মাধ্যমে ১২ বছর পর দামেস্কে আমাদের দূতাবাসে পুনরায় কার্যক্রম শুরু করতে দেখে আমরা আনন্দিত। দূতাবাস পুনরায় চালু করা সিরিয়ার স্থিতিশীলতার পাশাপাশি এই অঞ্চলে শান্তি ও সহযোগিতা বৃদ্ধির প্রতি আমাদের অঙ্গীকারের সবচেয়ে দৃঢ় পদক্ষেপগুলোর মধ্যে একটি।”

ইলমাজ আরও আশা প্রকাশ করেছেন, সিরিয়ার সাথে তুরস্কের কূটনৈতিক সংশ্লিষ্টতা “ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণের জীবন স্বাভাবিককরণে অবদান রাখবে এবং সিরিয়ার প্রাতিষ্ঠানিক, অর্থনৈতিক এবং অবকাঠামোগত অবস্থার পুনর্গঠনে সহায়তা করবে।”



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top