শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৮শে চৈত্র ১৪৩১


ন্যাটোভুক্ত দেশে হামলা চালাবে না রাশিয়া


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৫ ১২:০৯

আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ১৪:৩২

ছবি সংগৃহিত

ন্যাটোভুক্ত দেশগুলোতে হামলা চালাবে না রাশিয়া, এমন কি হামলার কোনো পরিকল্পনাও নেই। রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ কূটনীতিক।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয় বিষয় বিভাগের পরিচালক ভ্লাদিস্লাভ মাসলেনিকভ সংবাদমাধ্যমটিকে বলেছেন, স্নায়ুযুদ্ধের যুগের অবসানের পর থেকে রাশিয়া এবং ন্যাটোর মধ্যে সম্পর্ক শুধু সর্বনিম্ন পর্যায়েই পৌঁছাচ্ছে না, বরং জোটটি স্পষ্টতই আমাদের দেশের বিরুদ্ধে লড়াই করার মিশনে আছে। খবর তাসের।

তিনি বলেন, রাশিয়া কখনো ন্যাটোভুক্ত দেশগুলোতে হামলা করার চেষ্টা করেনি। ন্যাটো জোটের সদস্যপদ হ্রাসের জন্য সম্পূর্ণরূপে ওই জোটই দায়ী।

তিনি আরো বলেন, আমরা কখনোই ন্যাটোর সদস্য দেশগুলোতে হামলা করব না এবং এই ধরনের হামলার পরিকল্পনাও নেই আমাদের।

রুশ ওই কূটনীতিকের মতে, রাশিয়া এবং উত্তর আটলান্টিক জোটের মধ্যে তথাকথিত হট লাইন এবং জরুরি প্রয়োজনে যোগাযোগ রয়েছে।

তবে, উত্তেজনা কমানোর উপায় অনুসন্ধান করতে ব্যবহৃত স্বাভাবিক যোগাযোগ এবং সংলাপে আগ্রহ নেই এ জোটের।

তিনি আরো বলেন, ২০১৪ সালে ন্যাটো একতরফাভাবে রাশিয়া-ন্যাটো কাউন্সিলে সামরিক ও বেসামরিক ক্ষেত্রে সহযোগিতা বন্ধ করে দেয়।

মির্জ সাইমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top