শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


বললেন যুক্তরাজ্যের বিরোধী নেতা

‘টিউলিপ ছোট সুন্দর মেয়ে নয়, সবাই যেমনটা ভাবে’


প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৫ ১৯:১০

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৯:২২

ছবি সংগৃহীত

টিউলিপ সিদ্দিককে সবাই ভালো মনে করলেও, তিনি এমনটা নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের বিরোধী দলের নেতা ডেভিড ডগলাস। দুর্নীতির অভিযোগের মুখে চলতি মাসের মাঝামাঝিতে সিটি মিনিস্টারের পদ ছাড়েন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। এখন তার ওপর এমপির পদও ছাড়ারও চাপ বাড়ছে।

সংবাদমাদ্যম ডেইলি মেইল রোববার (২৬ জানুয়ারি) জানিয়েছে, বিরোধী দল টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছে। তারা দাবি করছে, তিনি যে হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপির পদও ছাড়েন। এ ব্যাপারে তারা পিটিশনও দায়ের করেছে।

টিউলিপের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণ করছে কনজারভেটিভ পার্টি। সেখানে বাংলাদেশের রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩ দশমিক ৯ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগটি রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ব্যাপারে কনজারভেটিভ নেতা ডগলাস বলেন, “টিউলিপ ছোট সুন্দর মেয়ে নয়, সবাই তাকে যা ভাবে।”

টিউলিপ সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। অভিযোগ উঠেছে, হাসিনা ও তার পরিবার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিলিয়ন বিলিয়ন ডলার লুট করেছে। যার সঙ্গে টিউলিপও জড়িত।

ব্রিটিশ নাগরিক টিউলিপ চাপে পড়েন যখন লন্ডনে তার একটি দামী ফ্ল্যাটের সন্ধান পাওয়া যায়। যেটি তাকে উপহার দিয়েছিল হাসিনা ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। কিন্তু তিনি এই ফ্ল্যাটের তথ্য গোপন করেন। ধারণা করা হয়, বিশেষ সুবিধা পাইয়ে দিতে টিউলিপ ঘুষ হিসেবে এই ফ্ল্যাট নিয়েছিলেন। এরপরই ব্যাপক চাপের মুখে পড়ে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি।

টিউলিপ বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেও; স্টারমার জানান, এতে তিনি ব্যথিত হয়েছেন। এমন বক্তব্য দেওয়ার পর স্টারমারও চাপে পড়েন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top