শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


টিকটকে লাইভের সময় গুলি করা হয় কোরআন অবমাননাকারী মোমিকাকে


প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৫ ১৯:৪৭

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৯:২২

ছবি সংগৃহীত
সুইডেনে পবিত্র কোরআন শরীফ অবমাননাকারী সালওয়ান মোমিকা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুইডেনের রাজধানী স্টকহোমের একটি আদালতে তার বিরুদ্ধে কোরআন অবমাননার মামলার রায় দেওয়ার কথা ছিল। তবে এরআগেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
 
বার্তাসংস্থা রয়টার্স সুইডিশ মিডিয়ার বরাতে জানিয়েছে, কোরআন অবমাননাকারী মোমিকাকে যখন গুলি করা হয় তখন তিনি টিকটকে লাইভ করছিলেন। রয়টার্সের সাংবাদিক জানিয়েছেন, তিনি ভিডিওতে দেখতে পেয়েছেন, পুলিশ এসে টিকটকের সেই লাইভটি বন্ধ করছে। মানে গুলিবিদ্ধ হওয়ার পরও মোমিকার টিকটক থেকে লাইভ চলছিল।
 
স্থানীয় সংবাদমাধ্যম এসভিটি জানিয়েছে, ৩৮ বছর বয়সী মোমিকা স্টকহোমের নিকটবর্তী শহর সোদারতালজের একটি বাড়িতে গুলিবিদ্ধ হন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
সালওয়ান মোমিকা মূলত ইরাকি নাগরিক। তিনি সুইডেনে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে ছিলেন।
 
২০২৩ সালে পবিত্র ঈদুল আজহার দিন একটি মসজিদের সামনে কোরআন পোড়ান তিনি। এরপর সুইডেন এবং ডেনমার্কে আরও কোরআন পোড়ায় কিছু দুস্কৃতিকারী। এ নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে মুসলিম দেশগুলো আনুষ্ঠানিকভাবে এগুলোর নিন্দা জানায়। এছাড়া কোথাও কোথাও সংঘর্ষের ঘটনা ঘটে। তা সত্ত্বেও মোমিকা ও তার কিছু সহযোগী কোরআন পোড়ানো অব্যাহত রাখে। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
 
সালওয়ান মোমিকা কে ছিলেন?
 
৩৮ বছর বয়সী এই ইরাকি ২০২৩ সালে বিশ্বব্যাপী কুখ্যাতি লাভ করেন। তিনি ওই বছর একাধিকবার কোরআন অবমাননা করেন।
 
‘বাক স্বাধীনতার’ দোহাই দিয়ে সুইডেনের সরকার মোমিকার এই কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছিল। এমনকি যে সময় তিনি কোরআন পোড়ান তখন পুলিশ তাকে নিরাপত্তাও দেয়। তবে এ নিয়ে যখন উত্তেজনা বাড়তে থাকে তখন দেশটির সরকারকে সতর্কতা দিয়ে বলা হয়, মোমিকার এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে ইসলামপন্থিরা সুইডেনে হামলা চালাতে পারে। বিক্ষোভ ও সমালোচনার মুখে সুইডিশ সরকার মোমিকার রেসিডেন্স পারমিট বাতিল করে। তবে তাকে নিজ দেশ ইরাকে ফেরত পাঠানোর কোনো ব্যবস্থা তারা করেনি।


আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top