শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


রমজানে কাবায় তারাবি পড়াবেন সাত ইমাম


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০২:২১

ছবি সংগৃহীত

পবিত্র রমজান মাসে কাবা শরীফে তারাবির নামাজ পড়াবেন সাত ইমাম। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এই ইমামদের দায়িত্ব প্রদান করে তাদের নাম প্রকাশ করে।

চাঁদ দেখা সাপেক্ষে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১ মার্চ থেকে মহিমান্বিত মাস রমজান শুরু হতে পারে। গতকাল থেকে সৌদিতে শাবান মাস শুরু হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি হবে শাবানের ২৯তম দিন। এদিন রমজানের চাঁদের খোঁজে দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ওইদিন চাঁদ দেখা না গেলে ২ মার্চ থেকে শুরু হবে রমজান।

এশার নামাজের পর মূলত তারাবির নামাজ আদায় করা হয়। হযরত মোহাম্মদ (সাঃ) তাহাজ্জুদ নামাজের কয়েক ঘণ্টা আগে সবাইকে নিয়ে তারাবির নামাজ পড়তেন।

দুই পবিত্র স্থান কাবা ও মদিনার মসজিদে নববীতে তারাবির নামাজে হাজার হাজার মানুষ যুক্ত হন। এছাড়া এই নামাজ টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

বছরের অন্যান্য সময়ের তুলনায় রজমানেই সবচেয়ে বেশি মানুষ ওমরাহ পালন করেন। এতে করে মক্কায় এ সময়টায় মানুষের বেশি ভিড় থাকে।

কাবায় যারা তারাবির নামাজ পড়াবেন—

১. শেখ আব্দুর রহমান আস সুদাইস

২. শেখ মাহের আল মুয়াইকলি

৩. শেখ আব্দুল্লাহ জুহানি

৪. শেখ বান্দার বালিলাহ

৫. শেখ ইয়াসির দাওসারি

৬. শেখ বদর আল তুর্কি

৭. শেখ ওয়ালিদ আল শামসান



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top