শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


ভারতে ১২ লাখ রুপি পর্যন্ত আয়কর দিতে হবে না


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫২

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০২:২১

ছবি সংগৃহীত

অষ্টম বারের মতো সংসদে বাজেট পেশ করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।এবার আয়করে বড় ধরনের ছাড়ের ঘোষণা দিয়েছেন তিনি।

নতুন কর কাঠামোতে ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো আয়কর। শনিবার (১ জানুয়ারি) ভারতের বাজেট ঘোষণা করা হয়।

ঘোষণায় তিনি বলেন, ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে হবে না। মধ্যবিত্তদের দিকে তাকিয়ে আয়কর সংস্কার করা হয়েছে। টিসিএস ও টিডিএস সহজতর করার উপর জোর দেওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকার।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগে ৭ লাখ রুপি পর্যন্ত আয়ে আয়কর দিতে হতো না। এবার সেই সীমা বাড়িয়ে ১২ লাখ রুপি করেছেন অর্থমন্ত্রী।

নতুন কর কাঠামো অনুযায়ী, ১৬ থেকে ২০ লাখ রুপি পর্যন্ত আয়ে ২০ শতাংশ, ২০ থেকে ২৪ লাখ রুপি পর্যন্ত আয়ে ২৫ শতাংশ এবং ২৪ লাখ রুপির ওপরে আয়ে ৩০ শতাংশ আয়কর দিতে হবে।

এবারের বাজেটে আয়কর নিয়ে অনেক প্রত্যাশা ছিল অনেকেরই। সেই প্রত্যাশা পূরণ করে বড় ঘোষণা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। পাশাপাশি পরির্তন আনা হয়েছে ট্যাক্স স্ল্যাবে। সেখানে যুক্ত করা হয়েছে ২৫ শতাংশ আয়করের ‘স্ল্যাব’।

এর ফলে মধ্যবিত্তের ওপর থেকে আয়করের বোঝা কিছুটা কমল বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

তিনি বলেছেন, ‘নতুন যে আয়কর কাঠামোর ঘোষণা করা হল, তাতে মধ্যবিত্তের উপর থেকে করের বোঝা অনেকটা কমল। তাঁদের হাতে বেশি অর্থ থাকবে। আর তার ফলে ঘরোয়া খরচ, সঞ্চয় এবং বিনিয়োগ বাড়বে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top