সোমবার, ১৭ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


৯৫ দিন পর প্রশান্ত মহাসাগর থেকে উদ্ধার জেলে


প্রকাশিত:
১৬ মার্চ ২০২৫ ১৭:৩৮

আপডেট:
১৭ মার্চ ২০২৫ ০০:৪৭

ছবি সংগৃহীত

পেরুর মারকোনা শহরের বাসিন্দা ৬১ বছর বয়সী ম্যাক্সিমো নাপা কাস্ত্রো। গত ৭ ডিসেম্বর, দুই সপ্তাহের জন্য পর্যাপ্ত রসদ নিয়ে নৌকায় মাছ ধরতে সাগরে গিয়েছিলেন তিনি। যাত্রার ঠিক ১০ দিনের মাথায় প্রবল ঝোড়ো হাওয়ায় পথ হারিয়ে ফেলেন নাপা। ভেসে যান প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশিতে।

এরপর ৯৫ দিন পার হবার পর, গত ১১ মার্চ, উত্তর পেরুর উপকূলের কাছ থেকে তাকে উদ্ধার করেছে ইকুয়েডরের একটি মাছ ধরার নৌকা। পেরুর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দিনার বরাত দিয়ে এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরে তিন মাস আটকে থাকার পর পেরুর ওই জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে পথ হারিয়ে ফেলেছিলেন তিনি।

গত ৩ মার্চ, নাপা কাস্ত্রোর মেয়ে ইনেস নাপা তোরেস এক ফেসবুক পোস্টে লেখেন, ‘বাবা হারিয়ে যাওয়ার পর প্রতিটা দিন আমাদের জন্য বেশ যন্ত্রণার ছিল। আমি আমার দাদির কষ্ট বুঝতে পারি, কারণ আমিও একজন মা। আমরা কখনো ভাবিনি, আমাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কারও সঙ্গে এমন হোক আমি চাইব না। বাবা, তোমাকে খুঁজে পাওয়ার আশা আমরা কখনো হারাব না।’

কাস্ত্রোর পরিবার ও স্থানীয় জেলেরা তিন মাস ধরে নাপাকে খুঁজে বেড়াচ্ছিল। তাদের সঙ্গে পেরুর সামুদ্রিক টহল দলও খুঁজতে নামে, কিন্তু ব্যর্থ হয়।

শেষ পর্যন্ত ইকুয়েডরের মাছ ধরার টহল দল তাকে উদ্ধার করে, তখন তিনি পেরুর উপকূল থেকে প্রায় ৬৮০ মাইল দূরে। মারাত্মক পানিশূন্য অবস্থায় এবং সংকটাপন্ন পরিস্থিতিতে ছিলেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top