সোমবার, ১৭ই মার্চ ২০২৫, ৩রা চৈত্র ১৪৩১


মহাকাশ স্টেশনে ভাসতে ভাসতে সহকর্মীকে আলিঙ্গন!


প্রকাশিত:
১৭ মার্চ ২০২৫ ১১:৫৫

আপডেট:
১৭ মার্চ ২০২৫ ১৭:৪৪

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছে গিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান। মাস্কের মহাকাশযান ক্রু-১০-এর ৪ মহাকাশচারী মহাকাশ স্টেশনে পৌঁছেছেন।

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার নভোচারী সুনীতা উইলিয়াম এবং তার সঙ্গী বুচ উইলমোরের সঙ্গে তাদের দেখা হয়েছে। এতদিন পরে সহকর্মীদের পেয়ে উচ্ছ্বসিত সুনীতারা। তাদের উচ্ছ্বাসের সেই মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। মার্কিন টিভি চ্যানেলে তা সরাসরি সম্প্রচারিতও হয়েছে।

এতে দেখা গেছে, মহাকাশ স্টেশনে ভাসতে ভাসতে সহকর্মীকে আলিঙ্গন করে জড়িয়ে ধরেন সুনীতা উইলিয়ামস।

নাসা সমাজমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, মহাকাশযানের দরজা খুলে একে একে বেরিয়ে আসছেন চার মহাকাশচারী। সেখানে তাদের জন্য অপেক্ষা করে আছেন সুনীতা, বুচ এবং বাকিরা।

মহাকাশে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি না-থাকায় তারা সবাই ভাসছেন। ভাসতে ভাসতেই একে অপরকে জড়িয়ে ধরছেন। কেউ কেউ উচ্ছ্বাসে হাততালি দিয়ে উঠছেন। খুশি ধরা পড়ছে তাদের চোখেমুখে।

সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ার পর সুনীতা জানান, তাদের আসতে দেখে তিনি ভীষণ খুশি। একে ‘একটি অসাধারণ দিন’ বলে উল্লেখ করেছেন তিনি।

নাসা জানিয়েছে, স্পেসএক্সের মহাকাশযানের দরজা খুলেছে রোববার সকাল পৌনে ১১টার দিকে। ৯টা নাগাদ ওই মহাকাশযানটি মহাকাশ স্টেশনে পৌঁছায়। তার পর কিছু পরীক্ষানিরীক্ষা করে নিরাপত্তা সম্বন্ধে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যানের দরজা খোলা হয়।

যে চার জন তাতে চড়ে মহাকাশে পাড়ি দিলেন, তারা হলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। সুনীতারা তাদের হাতে দায়িত্ব তুলে দিয়ে পৃথিবীতে ফিরবেন।

নাসা জানায়, আগামী বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১টার দিকে সুনীতাসহ চারজনকে নিয়ে আবার পৃথিবীর উদ্দেশে রওনা দেবে স্পেসএক্সের মহাকাশযান।

সুনীতাদের সঙ্গে ফিরবেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল।

কিন্তু যে যানে চড়ে তারা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে তাতে সুনীতাদের প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। নাসা সিদ্ধান্ত নেয়, ওই মহাকাশযানে সুনীতারা ফিরবেন না।

ফলে মহাকাশে আটকে পড়েন সুনীতা এবং বুচ। তাদের আট দিনের মহাকাশ সফর ৯ মাসে দীর্ঘায়িত হয়েছে।

মহাকাশ থেকে বিভিন্ন সময়ে নানা ভাবে বার্তা দিয়েছেন সুনীতা এবং বুচ। সাংবাদিক সম্মেলনও করেছেন। তাদের ফেরার অপেক্ষায় রয়েছে সারা বিশ্ব।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top