‘র’ নিয়ে আমেরিকার রিপোর্টকে ‘একপেশে’ বললো ভারত
প্রকাশিত:
২৭ মার্চ ২০২৫ ১৬:২১
আপডেট:
৩০ মার্চ ২০২৫ ২১:১৬

আমেরিকার ফেডারেল সরকারের একটি কমিশন ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’কে নিষিদ্ধ করার সুপারিশ করেছে। মার্কিন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।
আমেরিকার ফেডারেল কমিশনের রিপোর্টের কড়া সমালোচনা করেছে ভারত। ওই রিপোর্টটি একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে নয়াদিল্লি।
মঙ্গলবার আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন (ইউএসসিআইআরএফ) তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (র)-কে নিষিদ্ধ করার সুপারিশ করেছে মার্কিন কমিশন।
তাদের রিপোর্টে ভারতে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অভিযুক্ত করা হয়েছে। ওই রিপোর্ট প্রকাশ্যে আসতেই তার নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আমেরিকার ফেডারেল কমিশনের ওই রিপোর্টটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে।
তিনি বলেন, ওই রিপোর্টে পক্ষপাতমূলক এবং রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত মূল্যায়ন করার ধারা জারি রয়েছে। আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন কিছু বিচ্ছিন্ন ঘটনাকে ভুল ভাবে উপস্থাপিত করার চেষ্টা করেছে বলে অভিযোগ নয়াদিল্লির।
ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে প্রকৃত উদ্বেগের ক্ষেত্রগুলির পরিবর্তে ভারতের একটি প্রাণবন্ত এবং বহুমুখী সংস্কৃতিতে ভরা সমাজব্যবস্থার ওপর সন্দেহ প্রকাশের চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে কেন্দ্র। মার্কিন কমিশনের ওই রিপোর্টে ইচ্ছাকৃত ভাবে একটি এজেন্ডাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে মনে করছে নয়াদিল্লি।
মার্কিন কমিশনের রিপোর্টের সমালোচনা করে জয়সওয়াল বলেছেন, ১৪৪ কোটি মানুষের দেশ ভারত। এখানে সব ধর্মের মানুষ রয়েছেন। আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন ভারতের বহুত্ববাদী চিত্র বা সব ধর্মের সহাবস্থানকে স্বীকৃতি দেবে, এমন আশা আমরা করি না।
কেন্দ্র জানিয়েছে, ভারত গণতন্ত্র এবং সহনশীলতায় বিশ্বাস রাখে। ভারতের অবস্থানকে দুর্বল করার এই ধরনের চেষ্টা কখনো সফল হবে না বলে জানিয়েছে নয়াদিল্লি। উল্টো, আমেরিকার এই কমিশনকেই একটি ‘উদ্বেগের বিষয়’ বলে চিহ্নিত করা উচিত বলে জানিয়েছে কেন্দ্র।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই রিপোর্টে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-কে নিষিদ্ধ করার সুপারিশ করেছে আমেরিকার সরকার গঠিত ওই কমিশন। তাদের দাবি, শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার চেষ্টায় ‘র’-এর যোগ রয়েছে। সেই কারণেই এই সুপারিশ করেছে তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও মন্তব্য করা হয়েছে ওই রিপোর্টে।
মার্কিন প্রশাসনের অধীনস্থ এই কমিশনটির মূল কাজ হল বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত বিষয়ের উপর নজর রাখা। সেইমতে আমেরিকার সরকারকে নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় সুপারিশ করে এই কমিশন। অর্থাৎ, এটি হল মার্কিন প্রশাসনকে পরামর্শ দেওয়ার একটি প্রতিষ্ঠান।
তবে কমিশনের সুপারিশ যে আমেরিকার প্রশাসনকে মানতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। কূটনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে রয়টার্স জানিয়েছে, এশিয়া তথা বিশ্বের যে কোনও প্রান্তে চীনের প্রভাব ঠেকাতে ভারতকে একটি পছন্দের বিকল্প হিসাবে দেখে আমেরিকা।
ফলে, কমিশনের সুপারিশমতো ভারতীয় গুপ্তচর সংস্থাকে আমেরিকার প্রশাসন নিষিদ্ধ করে দেবে, সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আপনার মূল্যবান মতামত দিন: