শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২


রাশিয়ার জাতীয় দিবসের কুচকাওয়াজে মোদিকে নিমন্ত্রণ পুতিনের


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৫ ১৫:৩৯

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ০৩:৫৭

ছবি সংগৃহীত

রাশিয়ার জাতীয় দিবস ৯ মে’র কুচকাওয়াজে নিজের অন্যতম রাজনৈতিক মিত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি হিসেবে প্রত্যাশা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কুচকাওয়াজে উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণপত্রও পাঠিয়েছেন তিনি।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ে রুদেঙ্কো এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার দেশটির বৃহত্তম বার্তাসংস্থা তাসকে তিনি বলেন, “আমরা নিমন্ত্রণপত্র পাঠিয়েছি এবং আশা করছি যে রাশিয়ার অতি গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমরা তাকে পাব।”

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসী বাহিনী তৎকালীন সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করেছিল এবং পরাজিত হয়েছিল। ১৯৪৫ সালের ৯ মে তৎকালীন সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা। সেই থেকে ৯ মে-কে জাতীয় দিবস হিসেবে পালন করা হতো সোভিয়েত ইউনিয়নে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, জন্ম হয় রাশিয়াসহ ১৫টি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের। স্বাধীন রাশিয়াও তার জাতীয় দিবস হিসেবে ৯ মে-কেই বেছে নেয়।

রুদেঙ্কো জানিয়েছেন, শুধু পুতিনই নয়, রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ সব দেশের সরকারপ্রধান ও সামরিক বাহিনীকে রাশিয়ার জাতীয় দিবসের কুচকাওয়াচে অংশ নিতে নিমন্ত্রণ পাঠানো হচ্ছে।

মোদি সর্বশেষ রাশিয়া সফরে গিয়েছিলেন ২০২৪ সালের জুলাই মাসে। সেটি ছিল তার প্রায় ৫ বছর পর রাশিয়া সফর এবং সেই সফরে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন তিনি। সেই সঙ্গে পুতিনকে ভারত সফরের জন্য নিমন্ত্রণ করেছিলেন এবং পুতিন তা গ্রহণও করেছিলেন। তবে সেই সফরের দিন-তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top