রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


৯০০টির বেশি প্রতিরক্ষা অস্ত্রব্যবস্থা তৈরি করেছে ইরান


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২৫ ১৬:৪৯

আপডেট:
১৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৬

ছবি সংগৃহীত

ইরানের প্রতিরক্ষা শিল্প এখন পর্যন্ত ৯০০টিরও বেশি প্রতিরক্ষা ও অস্ত্রব্যবস্থা তৈরি করেছে। যা ইরানের জন্য ইসলামি বিপ্লবের আগের সময়ের তুলনায় এক বিশাল অগ্রগতি বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানী বার্তা সংস্থা মেহের।

প্রতিবেদন অনুযায়ী, ইরানী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানী বলেন, ‘আজ আমাদের সশস্ত্র বাহিনী সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ও ড্রোন সিস্টেম দিয়ে সজ্জিত’।

তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিরক্ষা শিল্প আজ এমন এক স্তরে পৌঁছেছে, যেখানে এখন অভ্যন্তরীণভাবে তৈরি করা ৯০০-রও বেশি প্রকারের প্রতিরক্ষা ও অস্ত্রব্যবস্থা মজুদ রয়েছে’।

ফাতেমেহ মোহাজেরানী এ সময় উল্লেখ করেন যে, ইসলামি বিপ্লবের আগে ইরানের হাতে মাত্র ৩১টি মৌলিক প্রতিরক্ষা সরঞ্জাম ছিল। কিন্তু আজ, ইরানি যুবসমাজ ও বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের ফলে ইরান এই প্রতিরক্ষা সক্ষমতায় পৌঁছেছে।

ইরানী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, এর ফলে বিশ্বে ইরানের বৈজ্ঞানিক অবস্থান ৪০ ধাপ উন্নীত হয়ে এখন ১৬তম স্থানে রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top