বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


নজর রাখছে ভারত

ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় পাকিস্তানের


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫ ১৬:৩১

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ২০:১০

ছবি সংগৃহীত

কাশ্মীর হামলা পরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে ভারত।

পেহেলগাম কাণ্ডের আবহেই করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় শুরু করেছে পাকিস্তান। খবর আনন্দবাজার পত্রিকার।

এই আবহে পাকিস্তানের সামরিক এই তৎপরতার দিকে কড়া নজর রাখছে ভারত। পাকিস্তানের করাচি উপকূলের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বৃহস্পতি ও শুক্রবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনা গ্রহণ করেছে।

বুধবার সন্ধ্যায় দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭ লোককল্যাণ মার্গের সরকারি বাসভবনে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (সিসিএস)।

প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা বৈঠক শেষের পর রাত ৯টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী। তিনি পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপের কথা ঘোষণা করেন।

জানান, যত দিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে, তত দিন সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

পাশাপাশি, অটারী-ওয়াঘা সীমান্তে চলাচল বন্ধ করা, উপযুক্ত নথিপত্র নিয়ে যাঁরা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন, তাদের ১ মে-র মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার সময় দেওয়া হয়েছে।

ভারত জানায়, ‘সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প’-এর (এসভিইএস) অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। অতীতে এই ভিসায় প্রবেশের জন্য পাকিস্তানিদের যত অনুমতি দেওয়া হয়েছে, তা বাতিল করা হচ্ছে।

ওই ভিসা প্রকল্পের অধীনে যে সব পাকিস্তানি এখন ভারতে আছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দেশ ছাড়তে হবে বলেও জানান মিস্রী। এর পাশাপাশি পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত’ (পার্সোনা নন গ্রাটা) ঘোষণা করার পাশাপাশি সে দেশের ভারতীয় দূতাবাসের সদস্যসংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হচ্ছে বলে জানান তিনি।

এই আবহে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এদিকে, ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেছেন, জঙ্গি এবং ষড়যন্ত্রীদের কল্পনার চেয়েও বড় সাজা দেবে ভারত। বৃহস্পতিবার একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন মোদি।

তিনি বলেন, যে সব সন্ত্রাসবাদী এই হামলা করেছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা তাদের কল্পনারও অতীত।

বিহারের সরকারি মঞ্চ থেকে বৃহস্পতিবার মোদি এ ভাষণ দেন। তিনি বলেন, ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top