মামুনুল হককে আরও ১৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
প্রকাশিত:
৪ মে ২০২১ ১৮:৫৪
আপডেট:
৪ মে ২০২১ ১৯:২৬

বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে আরও ১৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন পুলিশ।
মঙ্গলবার (০৪ মে) ঢাকা মহানগর হাকিম আদালতে এ আবেদন করে পুলিশ।
ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ১৮ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
আপনার মূল্যবান মতামত দিন: