মঙ্গলবার, ১৩ই জানুয়ারী ২০২৬, ৩০শে পৌষ ১৪৩২


সুপ্রিম কোর্ট মেডিয়েটর্স ফোরামের কমিটি গঠন


প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৫ ১২:১৩

আপডেট:
১৩ জানুয়ারী ২০২৬ ২০:০২

ছবি সংগৃহীত

অ্যাক্রিডিটেড মেডিয়েটরদের নিয়ে সুপ্রিম কোর্ট মেডিয়েটর্স ফোরামের ২০২৫ সালের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম, নির্বাহী সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম বায়েজীদ হোসেন, সেক্রেটারি অ্যাডভোকেট শাহ মো. বাবর নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) সুপ্রিম কোর্ট বার ভবনের প্লাটিনাম লাউঞ্জে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— নির্বাহী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জাহেদ হোসেন, ট্রেজারার অ্যাডভোকেট মো. জোবায়ের আল মামুন (অনিম)। কর্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট নাজমুন নাহার বিউটি,আফসানা বেগম, তাসলিমা চৌধুরী, সেলিনা আক্তার চৌধুরী, মো. মনজুর মোর্শেদ, মমতাজ পারভিন মৌ। কার্যনির্বাহী কমিটির মেডিয়েটর হিসেবে অ্যাডভোকেট হুমায়ূন কবির শিকদারকে সর্ব সম্মতিক্রমে নিয়োগ প্রদান করা হয়।

কমিটি গঠনের সময় বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির(বিমস) চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এস এন গোস্বামী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top