মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড : ৫ দিনের রিমান্ডে দুই ভাই
প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫ ১৭:৩৪
আপডেট:
১৪ জুলাই ২০২৫ ২২:৪২

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই ভাই সজীব বেপারী এবং রাজীব বেপারীর পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের রিমান্ডের আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার ওসি পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান তাদেরকে আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের কাছে জানতে চান, ‘আইনজীবী আছে কি?’ তখন তারা বলেন, ‘নেই।’ এ সময় রাজীব বেপারী আদালতকে বলেন, ‘সজীব বেপারী আমার বড় ভাই। আমি কিছু করিনি। আমি নির্দোষ।’
পরে আদালত তাদের দুই জনের পাঁচদিন করে রিমান্ডের আদেশ দেন। এর আগে রোববার মধ্যরাতে নেত্রকোণা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
হত্যা মামলায় গ্রেপ্তার রবিন
সোহাগ হত্যা মামলায় তারেক রহমান রবিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার রবিনকে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে শনিবার অস্ত্র মামলায় রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
প্রসঙ্গত, গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের কাছে ৩৯ বছর বয়সী ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া, পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে। এখন পর্যন্ত হত্যা মামলায় সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএম /সীমা
আপনার মূল্যবান মতামত দিন: