সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আট দিনের রিমান্ডে
প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫ ১৫:১৫
আপডেট:
১৬ জুলাই ২০২৫ ২২:২০

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানাধীন রাসেল বকাউল ও রিটন উদ্দিন হত্যার পৃথক দুই মামলায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. শাহানুজ্জামান ও সারোয়ার জাহান। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে দুই মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রাসেল হত্যা মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনের সড়কে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রাসেল বকাউল (২২)। এ সময় পুলিশের হামলায় গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৮ আগস্ট নিহতের বড়ভাই হাসনাত বাকাউল বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
রিটন হত্যা মামলার অভিযোগ থেকে জানা গেছে, ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন রিটন উদ্দিন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৯ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়।
ডিএম /সীমা
আপনার মূল্যবান মতামত দিন: