মঙ্গলবার, ১৩ই জানুয়ারী ২০২৬, ৩০শে পৌষ ১৪৩২


আরও দশ মামলায় গ্রেপ্তার বিএসবির খায়রুল বাশার


প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫ ১২:৪৭

আপডেট:
১৩ জানুয়ারী ২০২৬ ১০:০০

ছবি ‍সংগৃহিত

বিদেশে উচ্চ শিক্ষার প্রলোভন দেখিয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা পৃথক দশ মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে গ্রেপ্তার দেখিয়েছেন ঢাকার একটি আদালত। এর মধ্যে গুলশান থানার আটটি এবং শাহ আলী থানার সিআর আমলীর দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ (বুধবার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত খায়রুল বাশারকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন শুনানিকালে তাকে সিএমএম আদালতের চতুর্থ তলার তিন নাম্বার আদালতে তোলা হয়। এসময় ভুক্তভোগীদের আনাগোনায় পুরো কোর্ট ভরে যায়। পরে আসামির নিরাপত্তার স্বার্থে আদালত থেকে ভুক্তভোগীদের বের করে দেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। পরে বিচারক এজলাসে ওঠেন। গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিভিন্ন মামলার নম্বর ডেকে নথি বিচারকের সামনে দেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর কারণ ব্যাখ্যা করলে আদালত তাকে গ্রেপ্তার দেখান।

গত ১৪ জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডি থানাধীন একটি ভবনের নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৫ জুলাই আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ তাকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। সেই প্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top