বৃহঃস্পতিবার, ১৩ই নভেম্বর ২০২৫, ২৯শে কার্তিক ১৪৩২


ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলা, অপেক্ষায় দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা


প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৫ ১১:৪৫

আপডেট:
১৩ নভেম্বর ২০২৫ ১৩:৪৫

ছবি : সংগৃহীত

চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের ক্ষণগণনা শুরু হবে আজ। আর এ রায়ের দিন শোনার অপেক্ষায় রয়েছেন গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকেই সংবাদ সংগ্রহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসতে থাকেন দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনালের ভেতরে-বাইরে শতাধিক গণমাধ্যমকর্মীকে অপেক্ষমাণ দেখা গেছে।

এদিন সংবাদ সংগ্রহ করতে ট্রাইব্যুনালে আসেন বিবিসি, আল-জাজিরা, ডয়েচে ভেলে, এপি, সিএনএনসহ বিদেশি বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধিরা। এর মধ্যে কেউ কেউ প্রতি মুহূর্তের খবর তুলে ধরছেন নিজ নিজ সংবাদমাধ্যমে।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নামও রয়েছে। যদিও রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন মামুন।

জানা গেছে, ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলেমামলার রায়ের দিন নির্ধারণ করা হবে

এদিকে, শেখ হাসিনার রায় ঘিরে লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগফলে আগুন-ককটেলসহ বিভিন্ন অপকর্মে দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। এরই মধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। তবে এমন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিরাপদ বোধ করছে না বলে জানিয়েছে প্রসিকিউশন। কেননা পুলিশ-বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এছাড়া ট্রাইব্যুনালের ভেতরে-বাইরে নিয়োজিত রয়েছেন পুলিশ-র্যাব, বিজিবি-সেনাবাহিনী ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা। একইসঙ্গে আশপাশে স্থাপন করা হয়েছে নিরাপত্তা বলয়। এমনকি তল্লাশি চালিয়ে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে।যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সজাগ রয়েছে এসব বাহিনী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top