সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২


অবিলম্বে বার কাউন্সিলের নির্বাচন দাবি এনসিপির আইনজীবীদের


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫ ১৯:০৯

আপডেট:
২৪ নভেম্বর ২০২৫ ২০:৪৭

ছবি : সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান অ্যাডহক কমিটি বাতিল করে বার কাউন্সিলের নির্বাচন দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আইনজীবী সংগঠন ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)। একইসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা, চট্টগ্রাম বারসহ দেশের সব আইনজীবী সমিতির অ্যাডহক কমিটি বাতিলপূর্বক নির্বাচন দাবি করেছে সংগঠনটি।

সোমবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় সদস্য সচিব এরশাদুল বারী খন্দকার সংগঠনটির পক্ষে এ দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক এস এম আজমল হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মুস্তাফা আজগর শরিফি, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব, সেফায়েত উল্লাহ, বিশ্বনাথ কর্মকার, মেরি আক্তার, মুখ্য সংগঠক সাকিল আহমাদ প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, অ্যাডহক কমিটির বিধান বার কাউন্সিল আদেশ বা বিধিতে নেই। রিভিউ আবেদনের ভিত্তিতে ১৯১৪ জনকে উত্তীর্ণ করে আবার সেই রেজাল্ট গতকাল (রোববার) বাতিল করে এই সব ছেলেমেয়ের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে এই কমিটি দায়িত্বহীনতা, অদক্ষতা ও অস্বচ্ছতার পরিচয় দিয়েছে। এই কমিটির কোনো নৈতিক অধিকার নেই বার কাউন্সিলের মতো প্রতিষ্ঠানের দায়িত্বে থাকার। অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে। এই কমিটির অধীনে কোনো পরীক্ষা ও বার কাউন্সিল ইলেকশনের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়। সুপ্রিম কোর্ট বার, ঢাকা বার ও বার কাউন্সিলের অ্যাডহক কমিটি দ্রুত বাতিল করে বার ও বার কাউন্সিলের গণতন্ত্রায়ন ফিরিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা দিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top