মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৫শে ভাদ্র ১৪৩২


সানস্ক্রিনের বদলে নারিকেল তেল


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১২

আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:১১

ছবি ‍: সংগৃহীত

শুধু গরমে নয়, সানস্ক্রিন হলো ১২ মাসের ব্যবহারের সামগ্রী। তবু অনেকেই বর্ষায় আর সানস্ক্রিন ব্যবহার করেন না। তাতেই ট্যান পড়ে যায় ত্বকে। ত্বকে একবার ট্যান পড়লে, সহজে তা দূর করা সম্ভব নয়। তবে ট্যান তুলতে ভরসা হতে পারেন নারিকেল তেলে।

এমনিতে চুলের যত্নে নারিকেল তেলের জুড়ি মেলা ভার। শুধু নারিকেল তেলের সঙ্গে কয়েকটি উপাদান মিশিয়ে নিলে ট্যানের দাগ সহজেই দূর করা সম্ভব। জেনে নেওয়া যাক, নারিকেল তেল ব্যবহার করে কীভাবে ট্যান তুলে ফেলবেন—

প্রথমত এক টেবিল চামচ নারিকেল তেলের সঙ্গে এক চিমটে হলুদের গুঁড়ো মিশিয়ে নিন। এবার রোদে পোড়া জায়গায় মেখে নিন। এরপর মিনিট ২০ রাখুন। তারপর সামান্য গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন।

আরও একটি পদ্ধতি— দুই টেবিল চামচ নারিকেল তেল এবং দুই টেবিল চামচ শসার রস মিশিয়ে নিন। ত্বকের যে যে অংশে রোদ লেগে কালচে ছোপ পড়েছে, সেই জায়গায় মেখে নিন। এরপর মিনিট ২০ রাখুন। সপ্তাহে দুই বার এ মিশ্রণ মাখলেই দাগ ধীরে ধীরে হারিয়ে যাবে।

এ ছাড়া দুই টেবিল চামচ নারিকেল তেলের সঙ্গে অর্ধেক পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিন। যেন তেল ও রস আলাদা না করা যায়। এবার আঙুলের সাহায্যে রোদে পোড়া জায়গায় মেখে নিন। এরপর মিনিট ২০ রাখুন। তারপর সামান্য গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলেই ফল নজরে আসবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top