রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী নিহত
 প্রকাশিত: 
 ১৫ মে ২০২৩ ১২:২০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৮:৫৪
 
                                রাজধানীর উত্তর কমলাপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারী নিহত হয়েছেন। রোববার (১৪ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর জানান, উত্তর কমলাপুর ডাচ বাংলা এটিএম বুথের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি কভার্ড ভ্যান অজ্ঞাতপরিচয় ওই নারীকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনার পর ওই কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। আমরা কাভার্ড ভ্যান ও চালককে আটকের চেষ্টা করছি।
স্থানীয় ও আশেপাশের লোকদের জিজ্ঞেস করে জানা যায়, অজ্ঞাতপরিচয় ওই নারী ভবঘুরে। বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় প্লাস্টিকের বোতল কুড়িয়ে বিক্রি করতেন তিনি। তাৎক্ষণিকভাবে তার নামপরিচয় জানা যায়নি। আমরা ওই নারী পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: