রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


১০ মিনিটেই চুরি ২ কোটি টাকার ডায়মন্ড


প্রকাশিত:
৩১ জুলাই ২০২৩ ০১:০৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০২:৪২

 ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মেট্রো শপিংমলের একটি ডায়মন্ডের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে প্রায় ২ কোটি টাকার ডায়মন্ড চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, মেট্রো শপিং মলের চার তলায় ট্রাস্ট ডায়মন্ড নামে একটি প্রতিষ্ঠানের তালা ভেঙে ডায়মন্ডের বিভিন্ন গহনা চুরির ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৫ জনের একটি দল সকাল ১০টা ৮ মিনিটে দুটি তালা কেটে দোকানে প্রবেশ করে। মাত্র ১০ মিনিটে তারা চুরি করে বের হয়ে যায়। তারা কয়েক কোটি টাকার ডায়মন্ড চুরি করে নিয়ে যায়।

তিনি বলেন, মালিক পক্ষ মেট্রো শপিং মলের নিচ তলায় নতুন শো রুমের কাজ করছে। এর জন্য চুরি হওয়া দোকানটি ভাড়া নিয়ে সাধারণভাবে মালামাল রেখেছিল। কোনো লকার ছিল না। দোকানটিতে মাত্র দুটি তালা লাগানো ছিল। প্রাথমিকভাবে তাদের দাবি অন্তত দুই কোটি টাকার ডায়মন্ডের গহনা নিয়ে গেছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় পুলিশর অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, ডিবিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা পরিদর্শন করেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top