ঈদের দিন বৃষ্টি হতে পারে
 প্রকাশিত: 
 ১০ মে ২০২১ ১৬:৫৭
 আপডেট:
 ১০ মে ২০২১ ১৭:৫৯
                                আবহাওয়া অধিদফতর বলছে, দেশে এখন যেমন ঝড় বৃষ্টি হচ্ছে, ঈদের দিন তার চেয়ে একটু বেশি ঝড় বৃষ্টি হতে পারে। তাপমাত্রাও থাকতে পারে স্বাভাবিক।
ঈদের দিনের আবহাওয়ার বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ‘বৃহস্পতি অথবা শুক্রবার দেশে ঈদুল ফিতর হতে পারে। দেশে এখন যা বৃষ্টিপাত আছে, ওই সময় আরও একটু বাড়তে পারে। ১৫ মে’র পর থেকে দেশে বৃষ্টিপাত কমতে পারে।’
এদিকে আবহাওয়া অফিস সোমবার (১০ মে) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: