রবিবার, ৬ই জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


এনআইডি জালিয়াতি বন্ধে পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশ


প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৪ ১৯:৩০

আপডেট:
১৪ জানুয়ারী ২০২৪ ১৯:৫৭

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি রোধ বা তথ্য ফাঁস ঠেকাতে কর্মকর্তাদের প্রতি মাসে সংশ্লিষ্ট সিস্টেমের পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর নির্দেশনাটি ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, উপজেলা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিএমএস) ইউজার আইডির পাসওয়ার্ড এক মাস অন্তর পরিবর্তন করতে হবে।

সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে গত বছর এনআইডির তথ্য ফাঁসের ঘটনা চাউর হলে নিজেদের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসে ইসি। এরপর থেকে এনআইডি সার্ভারের সুরক্ষা বৃদ্ধি ও কর্মকর্তাদের সতর্ক রাখতে সময়ে সময়ে নানা নির্দেশনা দিয়ে আসছে সংস্থাটি।

ইসির সার্ভারে বর্তমানে ১২ কোটির মতো নাগরিকের তথ্য রয়েছে। এ ছাড়া ১০ লাখ রোহিঙ্গার তথ্যও রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top