সাংবাদিক রোজিনার সঙ্গে যা ঘটেছে তা খুবই দুঃখজনক : পররাষ্ট্রমন্ত্রী
 প্রকাশিত: 
 ২০ মে ২০২১ ১৬:১৯
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২১:৪৫
                                পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে আলোচনা হচ্ছে, সে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে।
বৃহস্পতিবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সরকারের কিছু লুকানোর নেই। গুটি কয়েক লোকের আচরণের জন্য আমাদের এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে ফেস করতে হবে।
ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব সরকার। তবে রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা অনভিপ্রেত। আমরা তার ন্যায়বিচার প্রত্যাশা করছি।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: