শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৮শে চৈত্র ১৪৩১


যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


প্রকাশিত:
২২ মে ২০২১ ২১:১৮

আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ১০:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি:সংগৃহীত

দেশের যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২২ মে) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পাঠানো ভিডিওবার্তায় এ কথা বলেন তিনি।

ভিডিও বার্তায় মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে। সবক্ষেত্রে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করাই বর্তমান সরকারের লক্ষ্য।

বাংলাদেশকে সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করতে চাই, জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার আদর্শ নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।

এ সময় চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top