শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


সংসদে বাজেট অধিবেশন বুধবার


প্রকাশিত:
১ জুন ২০২১ ১৮:৪৬

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৪:১৭

প্রতীকী ছবি

একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন বুধবার (২ জুন) বিকেল ৫টায় শুরু হবে। এ বাজেট অধিবেশন হবে ১২ কার্যদিবসের।

সংসদ সচিবালয় জানিয়েছে, বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ এমপিদের সংসদ অধিবেশেনে আসতে নিরুৎসাহিত করা হয়েছে। তবে কোরাম (৬০-৮০ জনের উপস্থিতি) যেন পূর্ণ হয়, সেভাবে রোস্টার করা হবে।

সংসদ সচিবালয় আরও জানান, গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্যদের সংসদ ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। দর্শনার্থীর জন্য সংসদ ভবনে কোনো পাস দেওয়া হবে না। শুধু ৩ জুন বাজেট উত্থাপনের দিন সংসদ বিটের ৪৭ জন সাংবাদিকদের সংসদে প্রবেশ করতে দেওয়া হবে।

তবে সাংবাদিকদের করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংসদে প্রবেশ হবে জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top