বুধবার, ৭ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


অংশীদারিত্ব চুক্তির আলোচনার প্রথম দিনে যেসব বিষ‌য় ছিল


প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৪ ১৪:০১

আপডেট:
৭ মে ২০২৫ ২০:৪৪

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির (পিসিএ) আলোচনা শুরু ক‌রে‌ছে বাংলাদেশ ও ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দুই‌ দিনব্যাপী আলোচনার শুরুর প্রথম দিন মঙ্গলবার (৫ ন‌ভেম্বর) মানবাধিকার, ন্যায়বিচার ও বাণিজ্য সহ‌যো‌গিতার ম‌তো বিষয়গু‌লো স্থান পায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি সমন্বিত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা শুরু ক‌রে‌ছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন। দুই দিনব্যাপী প্রথম দফার আলোচনা ঢাকায় মঙ্গলবার শুরু হয়।

বাংলাদেশের পক্ষে প্রধান আলোচক (চিফ নেগোশিয়েটর) ছি‌লেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম। অন্যদিকে, ইইউর পক্ষে নেতৃত্ব দেন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পামপোলিনি।

প্রথম দি‌নের আলোচনায় প্রাতিষ্ঠানিক বিধান, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, শাসন ও মানবাধিকার, ন্যায়বিচার এবং বাণিজ্য ও বাণিজ্য-সম্পর্কিত বিষয়ে সহযোগিতাসহ তিনটি ক্লাস্টার সেশনজুড়ে আলোচনা হয়।

দ্বিতীয় দি‌নের আলোচনায় বুধবার (৬ নভেম্বর) বিকেলে উভয়পক্ষ বাকি থিমগু‌লোর ওপর আলোচনা কর‌বেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top