মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫, ৬ই ফাল্গুন ১৪৩১


সেবন বন্ধ করতে তামাকের চাষেও করারোপ চান উপদেষ্টা ফরিদা


প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৫ ১৪:১২

আপডেট:
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৭

ছবি সংগৃহীত

তামাক সেবন বন্ধে করারোপ একটি উপায় তবে তা একক পদ্ধতি নয় উল্লেখ করে অন্যান্য সব উপায় ব্যবহার করে সিগারেটসহ তামাক সেবন বন্ধ করতে হবে বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এ সময় তিনি তামাক চাষেও করারোপ করা প্রয়োজন বলে মন্তব্য করেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সেমিনার হলে উন্নয়ন সমন্বয়ের 'জনস্বাস্থ্য সুরক্ষায় সিগারেটের কার্যকর করারোপের প্রস্তাবনা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, তরুণরা আমাদের একটা নতুন বাংলাদেশ দিয়েছে। আমরা তাদের একটা সুস্থ বাংলাদেশ দিতে চাই। আর এজন্য তামাক বন্ধ করতে হবে। বাংলাদেশ তামাক ব্যবহারে বিশ্বে পঞ্চমস্থানে রয়েছে। এটা অত্যন্ত আতঙ্কের বিষয়। তামাক বন্ধে করারোপ একমাত্র পদ্ধতি না। এটা অনেকগুলোর মধ্যে একটা একটি। এজন্য আইন কঠোর করতে হবে। আপনারা লক্ষ্য করবেন, নিষেধাজ্ঞা থাকার পরেও নানা পদ্ধতিতে তারা সিগারেটের প্রচারণা চালাচ্ছে।

এসব প্রচারণার মাধ্যমে ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও তামাক কোম্পানিগুলো আকর্ষিত করছে। তাদেরকে ভাবানো হচ্ছে, সিগারেট খাওয়া স্মার্টনেস। খেয়ে ফ্যামিনিস্ট হয়ে গেলাম।

করারোপ প্রসঙ্গে তিনি বলেন, করারোপের ব্যাপারে এনবিআরের ভয় কাজ করে যে, এতে রাজস্ব আদায় কমে যাবে। যদিও বহু গবেষণায় দেখা গেছে এতে কমবে না বরং বাড়বে। সাম্প্রতিক সময়ে আইএমএফ-এর চাপে অল্প একটু ভ্যাট বাড়িয়েছে। সরকারের তিন চারজন সচিব ব্রিটিশ আমেরিকান ট্যেবাকোতে কাজ করছে। আমি মনে করি, এতে তামাকবিরোধী নীতিমালা বাধাগ্রস্ত হচ্ছে।

এসময় সিগারেটের পাশাপাশি জর্দা, গুল, সাদাপাতা সমাজের গরিব মানুষেরা খায়। তারা অনেক সময় এটাকে খুদা দমনের উপলক্ষ হিসেবে উল্লেখ করেন। যা হওয়ার কথা নয় বলেও জানান ফরিদা আখতার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, দাম বাড়লেও সিগারেট খাওয়ার পরিমাণ কমেনি। বরং করারোপের ফলে সে সিগারেট খাওয়া না কমিয়ে ভালো থেকে নিম্নমানের সিগারেট খাচ্ছে। ভালো সিগারেট বলতে কিছু নেই, আমি একজন শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীরা যে ভাষায় বলে সেটা বলছি।

বিকল্প ভাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, করারোপ সিগারেটের স্বাস্থ্যে ক্ষতির দিকটা কমাতে পারছে কিনা তা প্রশ্নবোধক বিষয়। বরং কমদামি ও কম ফিল্টার হওয়া সিগারেট গ্রহণের মাধ্যমে ক্ষতিটা আরও বেশি হচ্ছে। তাই করারোপের পাশাপাশি আর বিকল্প কি উদ্যোগ নেওয়া যায় সে বিষয়ে ভাবতে হবে।

এ সময় মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অংশীজনেরা করারোপের পাশাপাশি উৎপাদন, বিপননসহ নানা বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান। এছাড়া সিগারেটের পাশাপাশি ই-সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকে নজর দেওয়ার জন্য বলেন।

এছাড়া সেমিনারের শুরুতে করারোপের বিষয়ে প্রেক্ষাপট উপস্থাপনা করেন উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী।

উন্নয়ন সমন্বয়ের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহিদ রহমানের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিটিএফকে-বাংলাদেশের লিড পলিসি এডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, বিআইডিএসের রিসার্চ ডিরেক্টর ড. এসএম জুলফিকার আলী প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top