প্রধানমন্ত্রীও যাতে আইনের উর্ধ্বে উঠে না যায় সেভাবে এগুচ্ছে ঐকমত্য কমিশন
প্রকাশিত:
৮ মে ২০২৫ ১৬:১৪
আপডেট:
৮ মে ২০২৫ ১৯:২২

একজন ব্যক্তি প্রধানমন্ত্রী বা যাই হোক না কেন, তিনি যাতে আইনের উর্ধ্বে উঠে না যান এবং ক্ষমতা যাতে কেন্দ্রীভূত না হয়। এই বিষয়গুলোকে সামনে রেখেই ঐকমত্য কমিশন এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
বৃহস্পতিবার (৮ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভাসানী জনশক্তি পার্টির নেতাদের সাথে বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রেখে দেশের পরিবর্তনের ধারার সূচনা করতে হবে। কাঠামোগত পরিবর্তনের মতো জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আগামীতে আর যাতে রাস্তায় নেমে তরুণ প্রজন্মকে জীবন দিতে না হয়।
এ সময় ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সংস্কার মাধ্যমে একটি নতুন বাংলাদেশে বিনির্মাণ করতে চায় ভাসানী জনশক্তি পার্টি। জাতীয় বীরদের সম্মান প্রদর্শনসহ বেশ কিছু প্রস্তাব নিয়ে এসেছি।
আপনার মূল্যবান মতামত দিন: