শুক্রবার, ১১ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


কোভিড হাসপাতাল নির্মাণে দুর্নীতি, প্রকল্প পরিচালকসহ আসামি ২


প্রকাশিত:
১০ জুলাই ২০২৫ ১৬:০৮

আপডেট:
১১ জুলাই ২০২৫ ০৪:০৭

ছবি সংগৃহীত

বিশ্ব ব্যাংকের অর্থায়নে মহাখালী ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল নির্মাণ প্রকল্পে ৩ কোটির বেশি টাকার দুর্নীতির চেষ্টার অভিযোগে তৎকালীন প্রকল্প পরিচালক ডা. মো. ইকবাল কবীর ও বেসরকারি প্রতিষ্ঠান এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১০ জুলাই) মামলাটি দায়ের করা হয়েছে বলে দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, ডা. ইকবাল কবীর অনুমোদনকারী কর্তৃপক্ষের লিখিত অনুমোদন বা ওয়ার্ক অর্ডার ছাড়া কেবল মৌখিক নির্দেশের মাধ্যমে এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডকে হাসপাতালের ৬ষ্ঠ তলায় কাজ করার দায়িত্ব দেওয়া হয়। এই কাজের বিপরীতে প্রতিষ্ঠানটি বিল করা হয়েছিল ৪ কোটি ৩৫ হাজার ৪১৩ টাকা। হাসপাতালের পরিচালক হয়ে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরেরও পাঠানো হয়। কিন্তু নিরপেক্ষ প্রকৌশলীর যাচাই অনুযায়ী প্রকৃত কাজের মূল্য নির্ধারিত হয় মাত্র ৬৯ লাখ ৭৩ হাজার ৫৫৯ টাকা। ফলে ৩ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৮৫৪ টাকা ২৮ পয়সা অতিরিক্ত বিল দেওয়ার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছে বলে দুদক প্রমাণ পেয়েছে।

আসামিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫১১ ও ১২০ (খ) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top