শুক্রবার, ১১ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


ভিসা নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস


প্রকাশিত:
১০ জুলাই ২০২৫ ১৭:৫১

আপডেট:
১১ জুলাই ২০২৫ ০৪:১৭

ছবি সংগৃহীত

ভিসা আবেদনকারীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। ‘এফ’, ‘এম’ অথবা ‘জে’ ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ কর্মসূচির অংশগ্রহণকারীদের প্রতি এই বার্তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দূতাবাসের ফেসবুক পেজে ভিসা সংক্রান্ত একটি তথ্য শেয়ার করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফর্মে গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদনকারীরা তাদের আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে, তবেই তা স্বাক্ষর করেন ও জমা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে- এমন সতর্কও করেছে মার্কিন দূতাবাস।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top