‘অপরাধের হার’ নিয়ে যা বলল অর্ন্তবর্তী সরকার
প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫ ১৬:০২
আপডেট:
১৪ জুলাই ২০২৫ ২১:৩৪

অপরাধের হার বৃদ্ধি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছে অর্ন্তবর্তী সরকার।
সোমবার (১৪ জুলাই) প্রধান উপদেষ্টা কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে অপরাধ বৃদ্ধি নিয়ে একটি পোস্ট করা হয়। ওই পোস্টে ২০২০ সাল থেকে ২০২৫ সালের অপরাধ চিত্র তুলে ধরা হয়।
পোস্টে ক্যাপশনে বলা হয়, চলতি বছরে অপরাধ হার বেড়েছে বলে সম্প্রতি গণমাধ্যম প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা নাগরিকদের মনে ভয় ও নিরাপত্তাহীনতা বাড়িয়েছে। তবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারিভাবে করা পরিসংখ্যান তা বলছে না। বরং এই ডাটা গত ১০ মাসে অপরাধের স্থিতিশীলতা প্রকাশ করে।
এতে আরও বলা হয়, অপরাধের হার মারাত্মকভাবে বেড়েছে এমন নয়। বাস্তবতা হলো- সবচেয়ে গুরুতর কিছু অপরাধ কমে এসেছে বা স্থিতিশীল রয়েছে। মাত্র কয়েকটি অপরাধের ধরণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। নাগরিকদের সতর্ক থাকা উচিত। একইসঙ্গে বিশ্বাস রাখা উচিত, আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে কাজ করছে।
ওই পোস্টে দুটি ছবি অপরাধ হারের চিত্র তুলে ধরা হয়েছে। ওই ছবিগুলোতে সবশেষ পাঁচ বছরের অপরাধের হার উল্লেখ করা হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে পরের ১০ মাসে অর্থাৎ, ২০২৫ সালের জুন পর্যন্ত খুনের ঘটনা ঘটেছে তিন হাজার ৫৫৪টি। ডাকাতির ঘটনা ঘটেছে ৬১০টি। দস্যুতা এক হাজার ৫২৬, দাঙ্গা ৯৭, ধর্ষণ চার হাজার ১০৫, এসিড নিক্ষেপ পাঁচ, নারী ও শিশু নির্যাতন ১২ হাজার ৭২৬, অপহরণ, ৮১৯, সিঁধেল চুরি দুই হাজার ৩০৪ ও সাত হাজার ৩১০টি চুরির ঘটনা ঘটেছে।
এ ১০ মাসে অপরাধের বিপরীতে মামলা হয়েছে এক লাখ ৪৪ হাজার ৯৫৫টিটি। একই সময়ে পুলিশ হামলার শিকার হয়েছে ৪৭৯ বার।
২০২০ সালের পরিসংখ্যান তুলে ধরে ওই পোস্টে বলা হয়, বছরটিতে খুনের ঘটনা ঘটেছে তিন হাজার ৫৩৯টি। এছাড়া, ডাকাতি ৩০২, দস্যুতা ৯৭৮, দাঙ্গা ১৩, ধর্ষণ ছয় হাজার ৫৫৫টি এসিড নিক্ষেপ ১৬টি, নারী নির্যাতন ১৩ হাজার ৪৩১টি, শিশু নির্যাতন দুই ৫১৫টি চুরি সাত হাজার ২০০টি ও দুই হাজার ৫৩৩টি সিঁধেল চুরির ঘটনা ঘটেছে। ওই বছরটিতে মামলা হয়েছে এক লাখ ৮৭ হাজার ৯২৬টি। পুলিশ আক্রান্ত হয়েছে ৪৪৯ বার।
ওই পোস্টে আরও বলা হয়, ২০২১ সালে তিন হাজার ২১৪টি, ২০২২ সালে তিন হাজার ১২৬টি, ২০২৩ সালে তিন হাজার ২৩টি ও ২০২৪ সালে চার হাজার ১১৪টি খুনের ঘটনা ঘটেছে। বছরগুলোতে সর্বমোট মামলা হয়েছে সাত লাখ ৬৯ হাজার ৮৩৯টি।
ডিএম /সীমা
আপনার মূল্যবান মতামত দিন: