আজ প্রকাশ হবে সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা
প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ১০:২৭
আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৪

আজ সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
রোববার (৩১ আগস্ট) ইসি কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, সম্পূরক খসড়া ভোটার তালিকায় ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। এতে আগের ভোটারের সঙ্গে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। এছাড়া ভোটার তালিকা থেকে মৃত ভোটার কর্তন করা হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।
জানা যায়, সর্বশেষ দেশের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
আপনার মূল্যবান মতামত দিন: