সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২


ছড়িয়ে পড়া গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৮

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২১

ছবি সংগৃহীত

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষার্থে অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা নির্বাচন পর্যন্ত আগামী মাসগুলোতে একটি স্পষ্ট সংজ্ঞায়িত কমান্ড কাঠামো এবং সকল বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়সহ এই ভূমিকা সুসংগত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি এমন একটি নির্বাচন দেওয়ার জন্য জাতির কাছে একটি দৃঢ় অঙ্গীকার করেছি, যা ভোটারদের ভোটদান, নতুন ও মহিলা ভোটারদের অংশগ্রহণ, নিরাপত্তা ও নিরাপত্তার ওপর বিশ্বব্যাপী আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসনের উদযাপন হিসেবে এর পরিবেশ আলাদা হবে।’

জেনারেল ওয়াকার-উজ-জামান এ সময় প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি প্রধান উপদেষ্টাকে চারদিকে ছড়িয়ে পড়া গুজবের দিকে মনোযোগ না দেওয়ার আহ্বান জানান।

সরকারের সকল উদ্যোগ ও কর্মসূচিতে সফল করতে সমগ্র সেনাবাহিনী বদ্ধপরিকর বলে জানান সেনাপ্রধান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top