ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতি
দাবি আদায় না হলে রোববার থেকে অবরোধের হুঁশিয়ারি
 প্রকাশিত: 
 ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৭
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৮:২৭
                                ইসলামী ব্যাংকের ২০০ কর্মকর্তা চাকরিচ্যুত ও ৪ হাজার ৯৭১ জনকে ওএসডি করার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আনোয়ারা ক্রসিং এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এই কর্মসূচির কারণে ব্যস্ততম সড়কটিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে আন্দোলনরত কর্মকর্তারা অবরোধ প্রত্যাহার করেন। তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন, দুর্গাপূজার ছুটির মধ্যে তাদের দাবি মানা না হলে আগামী রোববার থেকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
গত ২৭ সেপ্টেম্বর আয়োজিত একটি বিশেষ দক্ষতা পরীক্ষার বিষয়ে কর্মকর্তাদের অভিযোগ, চট্টগ্রামের প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রহসন হিসেবেই এ পরীক্ষা নেওয়া হয়েছিল। কর্মকর্তারা পরীক্ষাটি বর্জন করে আন্দোলনে নামেন। এর জের ধরে গত সোমবার ২০০ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত এবং ৪ হাজার ৯৭১ জনকে ওএসডি করা হয়।
আন্দোলনরত কর্মকর্তারা দাবি করেন, যারা বিনা কারণে চাকরিচ্যুত হয়েছেন, তাদেরকে স্বপদে বহাল করা হোক। দূরবর্তী শাখায় বদলি করা কর্মকর্তাদের নিকটস্থ কর্মস্থলে ফেরত আনা, পূর্ববর্তী সরকারের আমলে অবৈধ প্রমোশন পাওয়া কর্মকর্তাদের ব্যাপারে তদন্ত, বৈষম্যহীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা, শর্তসাপেক্ষ সব ধরনের অ্যাসেসমেন্ট টেস্ট বন্ধ করা এবং চট্টগ্রামের কর্মকর্তাদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের যথাযথ তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
কর্মকর্তারা জানান, পূজার ছুটির সম্মান জানিয়ে এই মুহূর্তে বড় কর্মসূচিতে যাওয়া হয়নি। তবে ছুটির মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, আগামী রোববার থেকে তারা সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে নামবেন।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: