মঙ্গলবার, ১৩ই জানুয়ারী ২০২৬, ২৯শে পৌষ ১৪৩২


হাজী সেলিমের কারাদন্ড বহাল; থাকছে না সদস্য পদ


প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৫

আপডেট:
১৩ জানুয়ারী ২০২৬ ০৪:২০

ছবি- সংগৃহীত

দুর্নীতি মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। ফলে সংবিধান অনুযায়ি থাকছে না তার সংসদ সদস্য পদ।

বুধবার ৯ ফেব্রুয়ারি সকালে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুদকের মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করে হাইকোর্ট। রায়ে স্বাক্ষর করেন বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হক।

পরে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের জানান, সংবিধান অনুযায়ী হাজী সেলিমের সংসদ সদস্য পদ থাকবে না।

২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন- দুদক। ওই মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে দুই ধারায় ১৩ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত।

২০০৯ সালের ২৫ অক্টোবর এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।

এসএন/জুআসা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top