শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


বৈশাখের প্রথম দিনে বৃষ্টিহীন শুষ্ক আবহাওয়া দেশের বেশিরভাগ এলাকায়


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২২ ২৩:৫২

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৪

১৪ এপ্রিল বৃষ্টিপাতের পূর্বাভাস

বাংলা নববর্ষের প্রথম দিনে দেশের বেশিরভাগ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ি দিনের শেষ দিকে সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ ও ঢাকা বিভাগের আকাশে বেশ মেঘ থাকতে পারে। তবে মেঘের তুলনায় এ দু’টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম।

এছাড়া রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের আকাশ আংশিক মেঘলার পাশাপাশি সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে দেশের উজানের ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেট বিভাগেও হতে পারে উল্লেখযোগ্য বৃষ্টি। ফলে উত্তর-পূর্বে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নদীগুলোর পানি আগামী ২৪ ঘন্টায় বাড়তে পারে। আর আসামে বৃষ্টির ফলে ব্রহ্মপুত্র-যমুনার পানিও আগামী ২৪ ঘন্টায় বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

ডিএম/জুআসা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top