শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ, ঈদের ছুটি কাল থেকে


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২২ ০০:৪২

আপডেট:
২৯ এপ্রিল ২০২২ ০৩:০৭

ফাইল ছবি

সাপ্তাহিক ছুটি, মে দিবস এবং ঈদের ছুটি মিলিয়ে টানা ৬ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ঈদের আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) তাই শেষ কর্মদিবস।

এদিকে শেষ কার্যদিবসে সকাল থেকেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঈদের আমেজও বিরাজ করছে।

স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী বলেন, এবার ঈদে টানা ৬ দিনের ছুটি। এজন্য সবাই খুব খুশি।

তিনি আরও বলেন, আজ শেষ কর্মদিবস হলেও মন্ত্রণালয়ের অধিকাংশ সহকর্মী উপস্থিত আছেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বলেন, আজ ঈদের আগে শেষ কর্মদিবস। এজন্য সবার মধ্যে ঈদের আমেজ দেখা যাচ্ছে।

২৯ এপ্রিল (শুক্রবার) এবং ৩০ এপ্রিল (শনিবার) দুদিন সাপ্তাহিক ছুটি। আগামী ১ মে রোববার মে দিবসের ছুটি। এরপরের তিনদিন (২ থেকে ৪ মে) ঈদের ছুটি। সবমিলিয়ে টানা ৬ দিনের ছুটি পাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে আগামী ৪ মে বুধবার ঈদের ছুটি শেষ হলেও যারা ৫ মে বৃহস্পতিবার ছুটি নেবেন তারা পরের শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কেএম আলী আজম বলেন, আগামীকাল থেকে ছুটি শুরু হচ্ছে। চলবে ৪ মে পর্যন্ত। ৫ মে সরকারি অফিস খোলা থাকবে। তবে এদিনের জন্য যারা ছুটি নিয়েছেন, তারা পরের শনিবার পর্যন্ত ছুটি কাটাতে পারবেন।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top