সাবেক অর্থমন্ত্রী মুহিতের কুলখানি আজ
প্রকাশিত:
৭ মে ২০২২ ২০:৪৬
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২২:৫৪

সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিতের কুলখানি আজ শনিবার (০৭ মে) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এদিন বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার জন্য পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
অর্থনীতিবিদ, কূটনীতিক, ভাষা আন্দোলনের সৈনিক, মুক্তিযোদ্ধা এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিত ৮৮ বছর বয়সে গত ৩০ এপ্রিল রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
সিলেটের রায় নগরে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
ডিএম/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: